মোঃ মনির হোসেন
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার অজুহাতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা বাজারে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবর শুনে চান্দিনার বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। আর তাই কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে চান্দিনা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশি পেঁয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় ও ভারতের পেঁয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন চান্দিনা বাজারের ব্যবসায়ীরা। আর তাই প্রথমে অভিযান পরিচালনা করা হয় উপজেলার চান্দিনা বাজারে। এখানে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুইজনকে ১০ হাজার টাকা করে ও একজনকে ২০ হাজার টাকা।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।