চার শর্তে আগামী ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৭ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার তাদের পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে পরীক্ষা গ্রহণে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেওয়া যাবে না এবং পরীক্ষার হলে প্রত্যেক শিক্ষার্থীকে ছয় ফুট দূরে বসানোর ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে এবং পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী কভিড-১৯-এ আক্রান্ত হলে তার দায়দায়িত্ব ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে।
জানা যায়, অক্টোবর-নভেম্বর ২০২০ সিরিজে পরীক্ষা দিতে প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী গত জুলাই-আগস্ট মাসে রেজিস্ট্রেশন করেছে।