কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় এজলাস কক্ষে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি মো. ফারুক নিহত হওয়ায় ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে। আর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও মাহবুব মোর্শেদকে (ডিআইও-১) এ কমিটির সদস্য করা হয়েছে। কুমিল্লার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারকের এজলাসে শুনানি চলাকালে এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি নিহত হন।
এ ঘটনায় ঘাতক মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে। ফারুক ও হাসান আপন মামাতো ফুফাতো ভাই। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। তবে কীভাবে হাসানের কাছে ছুরি এসেছে তা জানা সম্ভব হয়নি।