নীলফামারীর টুপামারী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

সীমানা জটিলতার মামলায় ৯ বছর নির্বাচন বন্ধ ছিল এই ইউনিয়নে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবুল কাশেম শাহ, বিএনপির ধানের শীষ প্রতীকে ছাইয়েদুর রহমান মজনু ও চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা ২০ হাজার ৯৯৭ জন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতার উজ্জামান বলেন, ‘৯টি কেন্দ্রের ৫৮টি বুথে ভোট সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এজন্য ৯ জন প্রিসাইডিং অফিসার, ৯ জন সহকারী প্রিসাডিং অফিসার ও ১১৬ জন পোলিং অফিসার কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে আটজন সদস্য এবং চারটি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে সাতজন সদস্য ও প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্যের টিম কাজ করছে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে তিনটি মোবাইল টিম রয়েছে মাঠে। ইউনিয়নটিতে ২০১১ সালের ৫ জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন,’শুরু থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।’