চুয়াডাঙ্গায় সনাতন ও সমগোত্রীয় ধর্মের মহাপূণ্য স্নান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মের দেবতা শিব-এর জন্মমাস উপলক্ষে চুয়াডাঙ্গার বোল বম সেবা সংঘ দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে। আয়োজনে চুয়াডাঙ্গা এবং জেলার বাইরের সনাতন ও সমগোত্রীয় ধর্মাবলম্বীরা অংশ নেন। এ সময় পূণ্যলাভের আশায় শিবমূর্তির মাথায় জল ঢালেন আগতরা।
চুয়াডাঙ্গা বড় বাজারের সত্য নারায়ণ মন্দির থেকে শুক্রবার সকাল ৯টায় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বোল বম সেবা সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি পবিত্র আগরওয়ালা ও পিন্টু আগরওয়ালা, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু ও কোষাধ্যক্ষ কিশোর কুমার আগরওয়ালা।
শোভাযাত্রা শহরের মালোপাড়া ঘাটে পুণ্যস্নান শেষে জল নিয়ে ফিরে আসে সত্য নারায়ণ মন্দিরে। মন্দিরে এসে শিবমূর্তির মাথায় জল ঢেলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।