ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উত্তরগাঁও গ্রামের মৃত ভাগু রায়ের ছেলে শান্ত চন্দ্র রায়ের পারিবারিক শীতলস্বরী কালীমন্দিরে (১৮ মার্চ) বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার দিকে মন্দির ঘরে থাকা কালীমূর্তিটি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকজন খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হলেও মন্দিরে থাকা মূর্তিটি ভস্মীভূত হয়ে যায়।
এদিকে বাড়ির মালিক শান্ত চন্দ্র রায় বলেন, পারিবারিকভাবে মন্দিরে তারা পূজা করে আসছেন। তাদের এই মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে, তারা তা জানেন না। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রানীশংকৈল হিন্দু বৌদ্ধ ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। থানায় অভিযোগের বিষয়ে পরামর্শ দিয়েছি।’
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।