মারুফ আহমেদ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার প্রত্মস্থল সমূহের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমার কাজ করার সুযোগ হয়েছে। বহু দেশ ভ্রমণ করেছি। কুমিল্লা এক সময় শিক্ষার রাজধানী ছিলো। সে সময়ে শালবন বিহার তৈরি হয়েছে। কুমিল্লাকে ট্যুরিজমের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা হবে। যা যা সহযোগিতা লাগে, মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে কাজ করবো। অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, মন্ত্রী মহোদয়কে প্রস্তাব দিয়েছি। আগামী মাসে ড. আখতার হামিদ খানের বাস ভবন রাণীর কুটিরকে নগর যাদুঘর ও শচীন দেব বর্মণের বাড়িটি স্মৃতি যাদুঘর হিসাবে স্থাপন করা হবে। উভয়টিতে টিকেট চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ কুমিল্লার উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ, ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি প্রমুখ।