করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ ৩১ মার্চ বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত অনির্দিষ্টিকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মাস্ক, হ্যান্ড রাব ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টায় পর্যন্ত ক্যাম্পাসে লকডাউনে থাকবে। এ সময়ে বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য থাকবে।
উল্লেখ্য, এর আগে গত বছর ১ অক্টোবর লকডাউন ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবিতে।