করোনা মহামারীর কারণে বাংলাদেশ সরকার দ্বিতীয় দফায় আজ সোমবার থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন। আর এই লকডাউনে নির্দেশনা দেয়া হয়, গণপরিবহন, ট্রেন, নৌযান বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, গনমাধ্যম, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

কিন্তু লকডাউনের প্রথম দিন আজ সোমবার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মায়ামী রেস্টুরেন্ট, আলেখার চর এলাকায় মাতৃভান্ডার মিষ্টি দোকান, ফার্নিচার দোকান, কনফেকশনারী, মোটরসাইকেল শোরুম খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও সড়কে চলছে, যাত্রীবাহী বাস, মাইক্রো ও মিনি মাইক্রো বাস, প্রাইভেটকার, লেগুনা পরিবহন, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলও চলছে দেদারছে।ছবিগুলো সোমবার বেলা ১১টায় তোলা।