লকডাউনের আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেশন চালুর পাশাপাশি শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আরমান হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের পুনরাবৃত্তি দেখতে চান না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতন মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপদকালের সুবিধা নিশ্চিত করা জরুরি। এর আগে, করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিলেন, তা এখনও কাটিয়ে উঠতে পারেননি। লকডাউনে সব সুযোগ-সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পান, কিন্তু শ্রমিকরা সবকিছু থেকে বঞ্চিত থাকেন।

আরো বলা হয়েছে, গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেয়েছে, তবে শ্রমিকদের জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না। গত বছরের পরিস্থিতি যাতে আবারো তৈরি না হয়, এজন্য সরকারকে শ্রমিক কল্যাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।