মোঃ মাহবুবুর রহমান

ধনীর বুকে চিন্তা ভীষণ ধরে যদি করোনা,

গরীব শুধু আর্তনাদে লকডাউন যেন দেয় না ৷

সম্পদ যাদের উছলে পড়া খাচ্ছে তারা পেঠ পুড়ে,

গরীব দুঃখির কষ্টে যে দিন মরছে যে শুধুই খুড়ে ৷

মধ্যবিত্তর মুখে হাসি ভিতর জ্বলে তুষে,

লকডাউনে ক্ষুধাটাকে পেটের মাঝে পুষে ৷

টাকার রাজ্যে রাজা যারা ভিন্ন পদের খাবার,

দিনমুজুরা নিঃশেষ প্রায় পেটে যায় না আহার ৷

প্রয়োজনে টিপলে বাটন খাবার পৌচ্ছে ঘরে,

করিম চাচা শূন্য পেটে এই বুঝি আর মরে ৷

চাকুরি যাদের রাজ্য কোষের নাকে সরষে তেল,

মাস ফুরোলেই ফুটছে যে ফুল কি যে আজব খেল ৷

বিত্তশালী হেসে খেলে কাটাচ্ছে যে সুখের দিন,

গরীব দুঃখী মরছে তিলে স্বপ্ন গুলো হয় বিলিন ৷

তলার উপর তলা যাদের তাদের যে গো সুখের ঘুম,

অসহায়দের রুগ্ন শরীর টংঙ্গটাই যে এসি রুম ৷

দেশ যে ডিজিটাল রে ভাই তেল মাথাতেই তেল,

সুযোগ পেলেই দরিদ্রদের মাথায় ভাঙ্গে বেল ৷

ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় পরেছে হাত,

স্বপ্নগুলো মরছে ধুকে জীবন কালো রাত ৷

রচনাকাল, ০১/০৫/২০২১ ইং