নারায়ণগঞ্জে গভীর রাতে একটি বস্তিতে আগুনে লেগে পুড়ে গেছে ৭০টি ঘর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেফিন জানান, বস্তির কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বস্তির বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদামসহ অন্তত ৭০টি ঘর পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, “আগুন নেভানোর পর ডাম্পিংয়ের কাজ চলছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।”