ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে৷ কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আজ (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিবন্ধিত ৭৭টি সেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন স্থানীয় সরকার উপ-পরিচালক শওকত ওসমান৷
এসময় মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার উপস্থিত ছিলেন৷
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্তণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি কেন্দ্রীয় ভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০২০-২০২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মৈ: সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস৷