শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ)বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় সকলে দেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি টেলিভিশন এসএ টিভির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান। সকলে এসএ টিভির জন্য শুভ কামনা জানান।
এসএ টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মোশারেফ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
কালের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জনকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এসএ পরিবহন- কুমিল্লার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাই প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির গোলাম কিবরিয়া, কালবেলার দিলীপ মজুমদার, দৈনিক শিরোনামের মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সি, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, নাগরিক টিভির দেলোয়ার হোসেন আকাইদ, মাই টিভির আবু মুসা, জাগরণী টিভির আশিকুর রহমান, সময় টিভির ইসতিয়াক আহমেদ, এখন টিভির মাসুদ আলম, আজকের জীবনের নেকবর হোসেন, দৈনিক শ্রমিকের আরিফ সেলিম ওপেল, জনতার বার্তার সম্পাদক আবুল বাশার রানা, প্রতিদিনের সংবাদের মারুফ আহমেদ কল্প, এশিয়ার টিভির সৌরভ আনোয়ার, আনন্দ টিভির মিজানুর রহমান মিনু, সাংবাদিক আবদুল আউয়াল সরকার, জুয়েল রানা মজুমদার, ম্যাক রানা, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, ফেরদৌস মিঠু, ইয়াসিন আরাফাত, মনোয়ার হোসেন, প্রদীপ মজুমদার, শরিফুল ইসলাম সুমনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা এতে অংশ নেন।
এসময় বক্তারা বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতিসহ দেশের সামগ্রিক উন্নয়ন জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।