মারুফ আহমেদ কল্প: কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতিরিক্তি যানবাহন চলাচল ও ঘরমুখী মানুষের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।

অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলছে।

তিনি আরও জানান, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে কুমিল্লা রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে সমান গুরুত্ব দিয়ে টহল কার্যক্রম সাজানো হয়েছে।

এ সময় হাইওয়ে পুলিশের মিয়ারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেনসহ পুলিশের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ফেনীর লালপোল এলাকায় আইনশৃঙ্খলা সভায় যোগ দেন হাইওয়ে অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম। এসময় সভায় ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।