‘সিমোর্গ’ নামের নতুন একটি সুপার কম্পিউটার তৈরি করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। 

দেশটির প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের নতুন সুপার কম্পিউটার আগের সুপার কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী বছরের মধ্যেই এই সুপার কম্পিউটার উন্মোচন করা হবে। 

২০১৮ সালে ইরান বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে পশ্চিম এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১৬তম স্থান অর্জন করেছে। 

সূত্র: রেডিও তেহরান