মুহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা হতে ৩৪৮ বোতল ফেন্সিডিল ও ১,৯২৫ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব১১ সিপিসি-২।
অদ্য ০৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ ভোরে RAB-11 সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী বাজার এলাকায় মাদক সহ ২ ব্যাক্তি অবস্থান করছে। এসময় দ্রুত সেখানে একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা র্যাব ১১ সিপিসি২ এর একটি দল। এসময় ২ জন ব্যক্তিকে তল্লাশি করে ৩৪৮ বোতল ফেন্সিডিল ও ১,৯২৫ পিস উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে। আটককৃত আসামিদ্বয় হচ্ছে আশরাফ আলী শাহিন (২০) ও সবুর উল্লাহ (৪৫)
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আশরাফ আলী শাহিন (২০) চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার মাইজপাড়া গ্রামের জাফর আলম এর ছেলে এবং সবুর উল্লাহ (৪৫) একই জেলার সাতকানিয়া থানার আফজালনগর গ্রামের মৃত ইদ্রিস আলী এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব ১১ এর এধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।