কুমিল্লা প্রতিনিধি:
গতকাল ১২ ফেব্রুয়ারি,বুধবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রম্নভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা—২)’ প্রকল্পের আওতায় কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল হক,বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ফরহাদ আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, সুশাসনের জন্য নাগরিক সুজন বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো মোসলেহ উদ্দিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো—অর্ডিনেটর জিয়া উদ্দিন। বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ করতে ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত এ কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কুমিল্লা এমআরএসসি’র কো—অর্ডিনেটর তানভীর হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ—ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ।