বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লা রেইসকোর্স এ অবস্থিত ‘কিউ প্যালেস’ রেসিডেন্সিয়াল হোটেল থেকে আজ সন্ধ্যা ৭ টায় ডিবি পুলিশের একটি টিম কুমিল্লা বুড়িচং থানার ৬ নং ময়নামতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফতিয়ার আলম অভি’কে গ্রেফতার করে। জানা যায় একটি বিয়ের প্রোগ্রামে তিনি উপস্থিত হন। বিয়ের প্রোগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে একটি তীব্র নিন্দা জানিয়ে একটি পোস্ট করা হয়। উক্ত পোস্টে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। নিম্নত লিংক
https://www.facebook.com/share/v/1A1ZJEgAuu/
উক্ত ঘটনা সম্পর্কে তার বড় ভাই অমি’র কাছে জানতে চাওয়া হলে সে অঝোরে কেঁদে বলেন- ‘কিউ প্যালেস’ রেসিডেন্সিয়াল হোটেল এ বিয়ের প্রোগ্রাম থেকে তার ভাই অভি’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নাশকতা ও ভাঙচুরের মামলা দেখিয়ে কুমিল্লা জজ কোর্টে প্রেরণ করা হয়। পরবর্তীতে বিকেল পাঁচটায় তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
বড় ভাই অমি আরো বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সত্ত্বেও সে কারো সাথে অন্যায়, অবিচার, চাঁদাবাজি, টেন্ডার বাজি, খুন-গুম, আহাজারি কোনো কিছুতেই সে জড়িত ছিলো না। তার নামেও কোন ধরনের মামলা ছিল না। কুমিল্লায় ২০২৪ সালের বন্যার সময়ও সে নিজের জীবন বাজি রেখে ত্রান বিতরণে ঝাপিয়ে পড়ে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। ৫ই আগষ্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু মামলায় তাকে প্রতিহিংসা মূলক ভাবে তার নাম দেয়া হয়। বড় ভাই হিসেবে তার এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমি আমার ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি কামনা করছি।
অভি’র গ্রেফতারে বন্ধু মহলের অনেকেই দুঃখ প্রকাশ করেন। তার ভাগিনা রাকিব তার এই গ্রেফতার হওয়ার খবর শুনে দুঃখ প্রকাশ করে বলেন- আমার জানা মতে অভি কোন ধরনের রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে সম্পৃক্ত ছিল না। আমি তার নিঃশর্ত মুক্তি কামনা করছি।