স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ রশিদ পবিত্র উমরাহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা-মদিনায় গমন করেছেন। তাহার অনুপস্থিতিতে বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কেএস হোসেন টমাস ভারপ্রাপ্ত যুগ্মমহাসচিবের দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের, যুগ্ন মহাসচিব মো: ফিরোজ আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পবিত্র উমরাহ হজ্ব পালনের জন্য গত ২৭ শে ফেব্রুয়ারী রওনা হন।

মহাসচিব আলহাজ্ব এমএ রশিদ পবিত্র ওমরাহ হজ্জ্ব পালন শেষ করে দেশে ফেরার পুর্ব পর্যন্ত যেন সঠিকভাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সকল দলিল লেখকদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব কেএস হোসেন টমাস।

টমাস হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব এর দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সজিবসহ কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ।