কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা যুব আইনজীবী ফোরামের আহবায়ক ও বুড়িচং উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম রিক্রিয়াশন, কালচারাল অ্যাফেয়ার্স এন্ড সোসাল ওয়েলফেয়ার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট এর সংগ্রামী সভাপতি ও জেলা পি পি এডভোকেট কাইমুল হক রিঙ্কু, সাধারণ সম্পাদক ও জেলা জিপি এডভোকেট তারিক আব্দুল্লাহ , ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীরা এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলামকে সহ কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় বিএনপি ও জামায়াতের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন। এই নির্বাচনে যারা জয়ী হয়েছেন সভাপতি এডভোকেট মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, এডভোকেট মোঃ এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক এড, খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম মানিক, ট্রেজারার এডভোকেট মজিবুর রহমান, এন্ডরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোঃ শফিউল্লাহ, লাইব্রেরী সেক্রেটারি এডভোকেট মোশারফ হোসেন পাখি , আইটি সম্পাদক এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট মোঃ সলিমুল্লাহ খান অ্যাডভোকেট কামরুল হাসান, এডভোকেট শরীফ ফুল ইসলাম এ্যাডভোকেট মাসুদ, এডভোকেট ওবায়দুল্লাহ সরকার ।