মুহাম্মদ রকিবুল হাসান:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তাপুর কাসার গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে কৃষক আক্তার মিয়ার জমিতে ঢুকে রাতে আধারে করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা। বুধবার সন্ধায় এঘটনা ঘটে।

কৃষক আক্তার মিয়া জানান, কুমিল্লা  ক্যান্টনমেন্ট এর পার্শ্ববর্তী এলাকা জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তাপুর কাসার এলাকায় গত ৬ মাস আগে ৩ একর ৩০ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি,  এখানে  তিনি কলা, পেঁপে, লেবু, তরমুজ, করলা, পুইশাক, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন প্রজাতির ফল এবং শাকসবজি গাছের চাষাবাদ করে আসছেন।

ফলনও শুরু হয়েছে বেশ ভালোই, এরই মধ্যে বেচাকেনা ও শুরু হয়েছে বলে জানান তিনি।

তার এই উদ্ভাবনী কাজে গ্রামের অনেকেই তাকে হিংসার চোখে দেখছেন, আবার কেউ কেউ বাহবাও দিচ্ছেন।

এদিকে বুধবার রাতে কৃষক আক্তার মিয়া জমিতে গিয়ে দেখতে পান, বেশ অনেকগুলো করলা গাছ কে বা কারা কেটে রেখেছে। পরে তিনি বৃহস্পতিবার সকালে এসব গাছ গুলো নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে গিয়ে নালিশ করেন। সেই সাথে প্রশাসনের বিভিন্ন পর্যায়ও তিনি এই গাছ গুলো নিয়ে বিচার দাবি করেন।

কৃষক আক্তার হোসেনের স্ত্রী আলেয়া বেগম বলেন, এই জমিজমা গুলো চাষাবাদ করে আমরা সংসার চালাচ্ছি, একটা ছেলে বিদেশে পাঠিয়েছি, একটা মেয়ে বিয়ে দিয়েছি, আরেকটা মেয়ে পড়াশোনা করছে। যারা আমাদের এই ক্ষতি করেছে তারা যেন কঠোর শাস্তি পায়।

এসময় ওই গ্রামের খোরশেদ আলম, বাচ্চু মিয়া, মো. লিটন, সাইফুল ইসলাম নামের আরও কয়েকজন কৃষকও এমন নিকৃষ্ট কাজের বিচার দাবি করেন।