গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার মাইওয়ান কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও টঙ্গীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।