এক ভিক্ষুকের কক্ষ থেকে নগদ দুই লাখ ১০ হাজার টাকা ও ১০ লাখ ৪৪ হাজার টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পেয়েছে পুলিশ। ট্রেন দুর্ঘটনায় ওই ভিক্ষুক নিহতের পর তার কক্ষে গিয়ে টাকাগুলো পায় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ভারতের মুম্বাই শহরের গোভান্ডি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় নিহত হন বিরজু চন্দ্র আজাদের (৬২) নামের ওই ভিক্ষুক। স্টেশনের কাছেই এক ঝুপড়িতে থাকতেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে তার ঘরে গিয়েই ওই টাকার সন্ধান পায় পুলিশ।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, তারা ওই ভিক্ষকের লাশ নিয়ে তার ঘরে যান। এ সময় সেখানে ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন দেখতে পান। এ ছাড়া তার এফডিআরও সেখানে খুঁজে পান তারা।
৮ ঘণ্টা ধরে ওই কয়েন গুণে পুলিশ ১ লাখ ৭৭ হাজার রুপি (২ লাখ ১০ হাজার টাকা) পায়। এ ছাড়া ৮ লাখ ৭৭ হাজার রুপি (১০ লাখ ৪৪ হাজার টাকা) এফডিআর পায় পুলিশ।