ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জন আসামির সবাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই রায় দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে বাদীপক্ষের আইনজীবী শাজাহান সাজু সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেমেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নুসরাত হত্যার রায় ঘোষণার পর আইনজীবী শাজাহান সাজু সাংবাদিকদের এসব কথা জানান।
এই আইনজীবী বলেন, ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১০ ধারার দায়েরকৃত মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। নুসরাতের বাবা-মা ও ভাই-বোন সাক্ষী রয়েছেন। ওই মামলায় সাক্ষ্য দেওয়া হবে, আমরা আশা করি ওই মামলায়ও ওসি মোয়াজ্জেম সর্বোচ্চ শাস্তি পাবেন।’
তিনি আরও বলেন, ‘সিরাজ উদদৌলা তার পিয়ন নুরুল আমীনকে ডেকে সকাল সাড়ে ১০টায় নুসরাতকে যৌন হয়রানি করে। ওই মামলায় নুসরাত সিনিয়র জুডিশিয়াল কাউন্সিলর ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। ওসি মোয়াজ্জেম বেআইনিভাবে মেয়েটিকে হয়রানি করে তার জবানবন্দি রেকর্ড করে তা বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে, যা তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ।’
আবারও ওসি মোয়াজ্জেমের শাস্তির দাবি করে আইনজীবী শাজাহান সাজু বলেন, ‘আপনারা জানেন মেয়েটি যৌন হয়রানির শিকার হয়ে ওসির কাছে বিচার চাইতে গিয়েছিল, অঝোরে সে কেঁদেছে, তার কাঁদার কোনো গুরুত্ব না দিয়ে, অবহেলা করে, অট্টহাসি দিয়ে জবানবন্দি রেকর্ড করে বেআইনিভাবে তা মিডিয়ায় প্রচার করেছে সেইজন্য আমরা ওসি মোয়াজ্জেমের শাস্তি দাবি করি। আশা করি ওই মামলায় সে শাস্তি পাবে।’