সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।

এর আগে, গত ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, যুবদল নেতা এস এম জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গিয়েছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মহাসচিব চিকিৎসা নেন।

জানা যায়, সিঙ্গাপুর থেকে মির্জা ফখরুল অস্ট্রেলিয়ায় যান মেয়ের কাছে। সেখান থেকে আবার সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরেন তিনি।

এর আগেও একাধিকবার উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব সিঙ্গাপুর যান। সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান তিনি।