১৪টি বড় আকারের পেঁয়াজ ওজনে এক কেজি। এর বর্তমান বাজার মূল্য ১২০ টাকা। এক কথায় ১৪টি পেঁয়াজের দাম ১২০ টাকা। গড়ে একটি পেঁয়াজের দাম সাড়ে ৮ টাকা। গত কয়েকদিন ধরে চাঁদপুরের হাজীগঞ্জের শহর ও গ্রামের হাট-বাজারগুলোতে পেঁয়াজের বাজার এমন দামেই চলে আসছে।  আজ সোমবার উপজেলার বাকিলা বাজারের হাট বসে। এই বাজারের বাইরে ও মুদি দোকান মিলিয়ে প্রায় ৩০/৩৫টি পেঁয়াজের খুচরা দোকান রয়েছে।  

স্থানীয় এক গণমাধ্যমকর্মী এদিন বিকেলে বাজারের ফকির বাজার সড়কের একটি মুদি দোকান থেকে ১ কেজি পেঁয়াজ কিনে নেন ১২০ টাকা দরে। বাড়ি গিয়ে এই গণমাধ্যমকর্মী পেঁয়াজের সংখ্যা গণনা করে দেখেন সেখানে সর্বমোট ১২টি পেঁয়াজ পাওয়া যায়।  নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই পেঁয়াজ বিক্রেতা জানান, রবিবার চাঁদপুরের মোকামে পেঁয়াজ পাইকারি কেজি ছিলো ১০৭ টাকা থেকে শুরু করে ১১১ টাকা পর্যন্ত। একই দিন হাজীগঞ্জের মোকামে পিয়াজের পাইকারী কেজি ছিলো ১১০ টাকা কেজি। এই দামে কিনে আনা হলেও পেঁয়াজের ঘাটতি আর ভাড়া মিলিয়ে কতো টাকা কেজি পড়তে পারে বলে তিনি প্রশ্ন করেন। পেঁয়াজের বাজার মনিটরিং নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, এ বিষয়ে আমাদের বাজার মনিটরিং সেল কাজ করছে। এখন থেকে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।