নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় এবার গড় পাসের হার ৬১ দশমিক ৮৫ শতাংশ।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

এবারের ইউনিটভিত্তিক পরীক্ষার্থীর পাসের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৭১ দশমিক ২৩ শতাংশ, ‘বি’’ ইউনিটে ৭৩ দশমিক ৫৯ শতাংশ, ‘সি’’ ইউনিটে ৬২ দশমিক ৭৫ শতাংশ, ‘ডি’’ ইউনিটে ৪৯ দশমিক ৪৬ শতাংশ, ‘ই’’ ইউনিটে ৪৪ দশমিক ৮৯ শতাংশ এবং ‘এফ’ ইউনিটে ২৭ দশমিক ৮৫ শতাংশ।

ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১ হাজার ২৮৫ জন (কোটা ছাড়া) শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। ৫ নভেম্বর বিকেল ৫টার পর থেকে ওয়েবসাইটে (https://nstu.admission.online)এ ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর মোট আবেদন পড়েছিল ৬৮ হাজার ৭৬০টি। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৭৫৫ জন। গড় উপস্থিতির হার ৮২ দশমিক ৫৪ শতাংশ। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৮২, ‘বি’ ইউনিটে ১৭৯, ‘সি’ ইউনিটে ১৮৩, ‘ডি’ ইউনিটের বিজ্ঞানে ১৮৩,  ‘ডি’ ইউনিটের ব্যবসায় ১৬৮ দশমিক ৯৬, ‘ডি’ ইউনিটের মানবিকে ১৬৮, ‘ই’ ইউনিটে ১৬৬ এবং ‘এফ’ ইউনিটে ১৭৭ নম্বর।