হয়েছে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। বহুল আলোচিত এই আইনটি প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর এটি বাস্তবায়ন শুরু হলো। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সড়কে আইন লঙ্ঘন করলে নতুন আইনে সাজা দেয়া হবে।
১ নভেম্বর থেকে আইনটি চালু হলেও প্রথম সাত দিন মামলা থেকে বিরত থাকার ঘোষণা দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এই সাত দিন ট্রাফিক বিভাগ প্রচার দায়িত্ব পালন করে।
অন্যান্য সকল বিভাগের মতো রাজধানীর ট্রাফিক দক্ষিণ বিভাগ ৭ম দিনের মতো ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ গণ সচেতনতা মূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করেছে।
এদিন সড়কে সরেজমিনে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে রাজধানীর দক্ষিণ বিভাগ। প্রচারণার দায়িত্বে ছিলেন ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন বিমান কুমার দাস। এছাড়াও প্রচারণায় অংশ নেন ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সার্জেন্ট দ্বীন ইসলামসহ দক্ষিণ বিভাগের ট্রাফিক বিভাগের সদস্যরা।