বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সংবাদ সম্মেলন আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া।
এর আগে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী মো. তহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে গণপ্রকৌশল দিবসকে সামনে রেখে তিন দফা দাবিসহ ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।