রাঙামাটির বিলাইছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের দায়ের  কোপে একই পরিবারের ২ জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। নিহতরা হলেন, দীপংকর তংচঙ্গ্যা (২৫) এবং শ্রীকান্ত তংচঙ্গ্যা (২৭)। আহতরা হলেন, সোনাবালা তংচঙ্গ্যা (৩১) এবং প্রশান্ত তংচঙ্গ্যা (৮)।

হামলাকারী ব্যক্তির নাম লক্ষীদয় মারমা বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় বিলাইছড়ি সদর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই স্বপন তংচঙ্গ্যা নামের এক ব্যক্তির পরিবারের সদস্য।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার সময় বাগানে গরু প্রবেশ করে ফসল খেয়েছে- এমন অভিযোগ তুলে লক্ষীদয় মারমা নামের ওই ব্যক্তি এক ধারালা দা দিয়ে স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় দায়ের কোপে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

হামলাকারী লক্ষীদয় মারমা পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।