বিভিন্ন সময় চুরি বা খোয়া যাওয়া প্রায় ২৫ টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে মিরপুর শাহ্ আলী থানা পুলিশ। শাহ্ আলী থানার চৌকস উপ পরিদর্শক (এসআই) জাবেদ আলমের দীর্ঘ দিনের প্রচেষ্টায় নিজেদের হারানো মোবাইল ফোন গুলো ফিরে পেয়েছে জিডিকারী মালিকরা। গত মঙ্গলবার ডিএমপির মিরপুর জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তুলে দেন মালিকদের হাতে। নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে এসময় বেশ উচ্ছাস প্রকাশ করেন জিডি কারীরা। এ ব্যাপারে মিরপুর শাহ্ আলী থানার অফিসার ইনচার্য (ওসি) সালাউদ্দিন মিয়া দৈনিক খবরের আলোকে বলেন, মূলত হারানো মোবাইল ফোন উদ্ধার করা একটি জটিল প্রক্রিয়া , এতে প্রযুক্তিগত কৌশল ও প্রচুর সময় ব্যয় হয়। তারপরও বিভিন্ন সময় এ থানায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি গুলো আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। উপ পরিদর্শক (এসআই) জাবেদ আলম তার দৃড় প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন সময় ২৫ টির মতো হারানো বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছেন এবং পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।