বাবু
জেলা ও উপজেলা প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে বুড়িচংয়ে আনন্দপুর বিজিবি ক্যাম্প এলাকায় প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনদুপুরেই জেড়া ভেকু দিয়ে চলছে পাহাড়ি টিলা ও সামাজিক বনায়নের গাছপালা উজার করে প্রভাবশালী মাটিখেকোদের মাটি কাটার মহোৎসব। মাটিবাহী ভারী ড্রামট্রকের বেপরোয়া চলাচলে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ অবকাঠামোর দুর্বল সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছ। সেই সাথে পরিবেশের ওপর পরছে এর বিরুপ প্রভাব। রাতভর এসব ট্রাক চলাচলের বিকট শব্দ নির্ঘুম রাত কাটাতে হচ্ছে কয়েকটি গ্রামের মানুষকে। অনুসন্ধানে জানা যায় সীমান্ত এলাকার টিলা ও বনের মাটিকাটা সিন্ডিকেট রয়েছে স্থানীয় প্রভাবশালী সরকার ও বিরোধী দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। বাকশিমূল ইউপি মেম্বার লিটন, সাবেক মেম্বার রফিজ উদ্দিন, আশিক, শামিম সহ আরো বেশ কয়েকজন। অনুসন্ধানে আরো জানা যায়, এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী প্রতিবাদ করলেও তা আমলেই নিচ্ছেন না মাটিখেকোরা।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, আজকেই এবিষয়ে অবগত হয়েছি। ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও ফোর্স পাঠানো হচ্ছে, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(বৃহস্পতিবার দুপুরে আনন্দপুর খারেরা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ধারণকৃত ভিডিও ও ছবি)