স্টাফ রিপোর্টার


সোমবার সকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্যানেলে
নিয়োগ চাই জেলা কমিটির উদ্যোগে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা ২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বেকার মুক্ত হবে বাংলাদেশ, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মুজিববর্ষ জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ও যারা চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে তাদের সবাইকে প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দিতে হবে। এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে বক্তারা বক্তব্য দেন।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, যুগ্ন সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শাকিল হোসেন, কামরুল হাসান, আইরিন আক্তার, জাহিদুর রহমান, নাজমা বেগম প্রমুখ।