বাঘিনীদের অজিদের হারাতে রেকর্ড গড়তে হবে

0
104

ভারতের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তো রানপাহাড়ে চাপা পড়েছে সালমা খাতুনের দল। অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৯০ রানের! বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার ১৬৯ ছিল আগের সর্বোচ্চ।

বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হয়েছিল ২০১৮ এশিয়া কাপে ভারতের ১৪১ রান টপকে জয়। তাই আজ অজিদের হারাতে হলে রীতমতো রেকর্ড গড়তে হবে বাঘিনীদের। অস্ট্রেলিয়ান দুই ওপেনারের কাছে পাত্তাই পাননি বাংলাদেশের মেয়েরা। দুজনের জুটিতে এসেছে ১৫১ রান। ৫৩ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন অ্যালিসা হিলি। তার সঙ্গী বেথ মুনি করেছেন ৫৮ বলে অপরাজিত ৮১ রান।

শেষ দিকে ৯ বলে ৩ চার ও এক ছক্কায় ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাশলি গার্ডনার। এই তিন জনের তাণ্ডবে আজ বৃহস্পতিবার ক্যানবেরায় বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ১ উইকেটে ১৮৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সামনে অসহায় বাংলাদেশি ক্রিকেটাররা বাজে বোলিং আর ক্যাচ মিসের মহড়া প্রদর্শন করে। বোলারদের সবাই ওভারপ্রতি রান দিয়েছেন সাতের ওপর। একমাত্র উইকেটটি পেয়েছেন অধিনায়ক সালমা খাতুন।

বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here