পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আমাদের গণতান্ত্রিক দেশে যে যার মতো করে বক্তব্য দিতেই পারে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমরা আমাদের অতিথিকে সম্মান দেব এবং তাদের পূর্ণ নিরাপত্তা আমরা নিশ্চিত করব।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের খাদিমপাড়ায় মুজিববর্ষের অনুষ্ঠানে মোদির যোগদানে বিভিন্ন দলের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানই জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এদেশের সাধারণ মানুষও।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে রাস্তা এবং সাহেবের বাজার সংলগ্ন মসজিদ উদ্বোধন করেন।