যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে টেনেসি অঙ্গরাজ্য ও সংলগ্ন এলাকায় ঝড়টি আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগ থেকে এ খবর নিশ্চিত করেছে।
টুইটারে দেওয়া এক পোস্টে ঝড়টিকে ‘অত্যন্ত ভয়ঙ্কর’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ঝড়ে চার কাউন্টিতে ২৫ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। পরে এটি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে। সেখানেও প্রাণহানির ঘটনা ঘটে।
উপদ্রুত এলাকাগুলোতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক লাইন তছনছ হয়ে গেছে।
বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পশ্চিম ন্যাশভিলের একটি বিমানবন্দরে বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে।
সূত্র : এএফপি