মাহফুজ বাবু


“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাকে আরো বেগবান করতে জনতা ও পুলিশ একত্রিত হয়ে কাজ করতে হবে। জঙ্গীবাদ মাদক ইভটিজিং সহ সকল অনিয়ম দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তবেই বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা এগিয়ে যাবে আমাদের এই দেশ। আপনারা জানেন মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের রাইফেল থেকেই দেশ স্বাধীনের সশস্ত্র সুচনা শুরু হয়েছে। বুড়িচং এর ময়নামতির মাটিতে অনেক বীর কৃতি সন্তানের জন্ম হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজারিত এই ময়নামতি। তারই সহচর বীর মুক্তিযুদ্ধা মরহুম আবুল বাশার সাহেবের বাড়িতে এসেছিলেন তিনি। পচাঁত্তরের ১৫ই আগষ্ট ধানমন্ডির ৩২নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুকে স্ব’পরিবারে হত্যার সময় নিজের জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য এই ময়নামতি এলাকার কৃতি সন্তান এএসআই সিদ্দিকুর রহমান। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আপনাদের দোর গোড়ায় পুলিশের সকল সুবিধা পৌঁছে দিচ্ছে। আপনারা অভিযোগ নিয়ে থানায় গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেলে উর্ধতন কর্তৃপক্ষ কে জানান। অথবা জরুরি সহায়াতা পেতে ৯৯৯ এ অভিযোগ জানতে পারেন। কোন ব্যক্তি পুলিশ সদস্য দুর্নীতি বা অনিয়মে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য প্রমাণ সহ অভিযোগ করুন উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এর বড় পুলিশ বাহিনীর কেউ যদি অপকর্মে জড়িত থাকে বা করে সে দায় আমরা নেব না। দেশের এ অগ্রযাত্রায় পুলিশ বাহিনীর বিশাল অবদান রয়েছে। ব্যক্তি বিচ্যুতির দায়ভার পুলিশ বাহিনী নেবে না।” গতকাল বুধবার সকালে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বুড়িচং থানা পুলিশের আয়োজনে বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। মাদক জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা মুলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ফজর আলী, বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, এস আই নন্দন চন্দ্র সরকার, এসআই এনামুল হক, এএস আই নজরুল, এএসআই জহির, ময়নামতি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান ভূইয়া, সহ-অধ্যক্ষ মুজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, দেবপুর ও ময়নামতি বাজার কমিটির সভাপতি আবু তাহের ও খোরশেদ আলম, ময়নামতি ইউপি সদস্য যথাক্রমে আবুল হাসেম, জসিম উদ্দিন, আবুল বাশার, শামীম আহম্মেদ, পারভিন আক্তার, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরমান হোসেন রাজু, বিভিন্ন মসজিদের ইমামগন ও প্রথমিক বিদ্যালয়ের প্রধানগন। এছাড়াও এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা করা হয়।