মোঃ খাইরুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধি
চলমান মরনব্যাধি করনা ভাইরাস (কোভিড-১৯)এর কারনে যেখানে সমস্ত দুনিয়া থমকে আছে, সেখানে থমকে নেই ব্রাকের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করা। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সকল প্রকার ব্যবসা বানিজ্য বন্ধ করা হয় গত ২৩ তারিখ থেকে যার ফলে সকল প্রকার ব্যবসায়ীরা নিরুপায় হয়ে বাসায় অবস্থান করতেছে, সে মূহুর্তে ব্রাকের ক্ষুদ্রঋণের কিস্তির টাকার জন্য ব্রাক কর্মীরা মাতোয়ারা হয়ে আছে, ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্রঋণের কিস্তি না তোলার আহবান জানানো হলেও তা উপেক্ষা করে ভান্ডারিয়ার ব্রাক তাদের কর্মসুচী চালিয়ে যাচ্ছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবুহু নিম্নে তুলে ধরা হল।
ভাণ্ডারিয়ার এনজিও যারা ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছেন তাদের আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষের কাছ ঋণের কিস্তি না তোলার জন্য জানিয়ে দেয়া হয়েছে।