নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদরের ধনুয়াখলা “বেগম করফুলের নেছা ফাউন্ডেশন”র উদ্যোগে বর্তমান করোনা মহামারী রোধে ঘরে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা জেলা (দক্ষিণ)। আওয়ামিলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিভিক ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক মোঃ আলী আশ্রাফ আশু’র সার্বিক ব্যাবস্থাপনায় কালির বাজার ইউনিয়ন সহ কুমিল্লার বিভিন্ন এলাকয় দরিদ্র পিরিত শ্রমিক মজুরদের হাতে হাতে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। সোমবার দুপুরে গাড়ি নিয়ে ইউনিয়নের কালির বাজার, বুইদনাগ, বল্লবপুর, ধনুয়াখোলা সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ফাউন্ডেশনের উপদেষ্টা ১নং কালির বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেকান্দর আলী চেয়ারম্যান এসব বিতরণ করেন। এছাড়াও নগরীর আশোকতলা, টমসনব্রীজ, দৌলতপুর সহ বিভিন্ন এলাকায় দরিদ্র, দিনমজুর, বেকার শ্রমিকদের পরিবারের জন্য দেয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। আর্ত মানবতার সেবায় দেশের সকল বিত্তশালী ব্যবসায়ী ও সামর্থ্যবান রাজনৈতিক নেতাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় নিম্ন আয়ের মানুষকে সহায়তার মাধ্যমে চলমান সংকট মোকাবেলায় এগিয়ে আসারও আহ্বান জানান বেগম করফুলের নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবর।