যুক্তরাষ্ট্রে আরো চারটি রাজ্যের বাসিন্দাদের গতকাল বুধবার থেকে ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। গত তিন দিনে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার জেরে অন্তত ৮০ শতাংশ মার্কিনি এখন ঘরবন্দি।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে আট হাজার আটশ ৭৮ জন। এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ হাজার একশ ১০ জনের এবং আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার পাঁচ জনের অবস্থা গুরুতর। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন দুই লাখ এক হাজার ৯৮ জন।
ফ্লোরিডা, জর্জিয়া, মিসিসিপি এবং নাভাদা’র গভর্নর গতকাল বুধবার থেকেই কড়া অবস্থান জানিয়ে দিয়েছেন। ওই চার রাজ্যের বাসিন্দাদের ঘর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশব্যাপী এখনই লকডাউনে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। যদিও এরই মধ্যে ৩৯টি রাজ্যের বাসিন্দাদের ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কলম্বিয়ায় কেবল ওষুধ কিনতে, ডাক্তারের কাছে যাওয়া এবং অত্যন্ত প্রয়োজনে বাইরে শর্তসাপেক্ষে বের হওয়ার অনুমতি আছে।
ট্রাম্প গতকাল বুধবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, করোনাপ্রবণ এলাকায় বিমান চলাচল বন্ধ রাখার ব্যাপারে ভাবছেন।
সূত্র : মেট্রো