মোঃ আবদুল্লাহ
আজকের শিশুটি আগামী দিনের ভবিষ্যত এই স্লোগানকে সমানে রেখে বুুড়িচং -ব্রাক্ষণপাড়া বন্ধু সেবা সংগঠনের নিজ তহবিল থেকে ১হাজার ৫শত মাক্স ও ৫শত সাবান ও করােনা ভাইরাস সচেতন মূলক লিফলেট বিতরন করেন বন্ধু সেবা সংগঠনের উপদেষ্টা মোঃবিল্লাল হােসেন ঠিকাদার,উপদেষ্ঠা মোঃ হাবিবুর রহমান, বন্ধু সেবা সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ,সহ- সাধারন সম্পাদক মোঃ মারুফ সহ আরাে অনেকে।এসময় বন্ধু সেবা সংগঠনের উপদেষ্ঠা মোঃ বিল্লাল হোসেন বলেন করােনা ভাইরাস থেকে সচেতন থাকতে নিয়মিত সাবান দিয়ে ভাল ভাবে হাত দূতে হবে মুখে মাক্স ব্যবহার করতে হবে।অযথা দোকানের বসে গল্প গুজব থেকে বিরত থাকুন ।আপনার সচেতনতাই পারে একটি সমাজকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে। এসময় তিনি বন্ধ সেবা সংগঠনের এই উদ্যােগকে সাধু বাদ জানান এই সংগঠনের যেন কোন সমস্যা সম্মুক্ষিন হলে আমি এই সংগঠনের পাশে থাকব।
সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভূইঁয়া বলেন করােনা ভাইরাস সচেতন মূলক কার্যক্রমে তরুন সমাজ সেবক বিল্লাল হোসেন ঠিকাদারকে এই সংগঠনের ডাকে সারাদিয়ে আসার জন্য বন্ধু সেবা সংগঠনের পক্ষ কৃতজ্ঞতা জানাই।বন্ধু সেবা সংগঠনের সহ সভাপতি মোঃ আবদুল্লাহ নিজ গ্রাম আরাগ আনন্দ পুরের করোনা ভাইরাস সচেতন মূলক মাক্স ও সাবান জনসাধানের মাঝে বিতরন করেন।এসময় তিনি করােনা ভাইরাস থেকে সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পারামর্শ প্রধান করেন।