রফিকুল ইসলাম
কুমিল্লার সাবেক সফল ক্রিকেটার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ত্রিদিব সাহা ( ঝিন্টু ) পরলোক গমন করেছেন। (বিধ্যান লোকান স্বগচ্ছতু) শনিবার সকাল সাড়ে ৬ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে পরলোক গমন করেন। স্বাধীনতার পর কুমিল্লার ক্রীড়াঙ্গন কে যারা উজ্জ্বল করেছেন ঝিন্টু ছিলেন তাদের মধ্যে অন্যনম । জাতীয় ব্যাডমিন্টনে একক ও দলীয় ভাবে চ্যান্পিয়ান হয়েছেন একাধীকবার। কুমিল্লার ক্রীকেট অঙ্গন দাপিয়েছেন অনেক দিন , বিশেষ করে তার মাপা পেইস বলিং ও শক্ত হাতের ব্যাটিং এখনো স্বরণ করে । একাধীক বার সুযোগ পেয়ে ও ঢাকায় নিয়মিত খেলতে চাননি। কুমিল্লায় জন্ম ও ব্যবসা থাকলেও সম্প্রতি ঢাকায় স্হায়ী ভাবে বসবাস করতেন। ত্রিদিব রায় ঝিন্টুর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আরফানুল হক রিফাত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার সহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য ও খেলোয়াড় বৃন্দ।