রফিকুল ইসলাম
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মইনুদ্দিনের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস দেলোয়ার হোসেন জাকির ১৫ এপ্রিল ২০২০ খ্রিঃ বুধবার সকালে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসক,নার্সসহ হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মুখ যোদ্ধা হিসেবে অবতীর্ণ হয়েছেন। প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু অসুস্থ মানুষকে সেবাদান করতে গিয়ে এমন মৃত্যু নিশ্চিতভাবে গর্বের। ডা. মইনুদ্দিনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির











