করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ থেকে ভুটানের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য জরুরি ওষুধ সামগ্রীর দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানের সঙ্গে সম্পর্ক চমৎকার। স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটান। ওই দেশটির রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে ওই জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছেন।

ওষুধ সামগ্রীর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মার ১০ লাখ ইউনিট মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ড ও স্কয়ার ফার্মার পাঁচ লাখ ইউনিট ভিটামিন সি সিভিট। জরুরি সহায়তার প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। এটি লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হয়ে থিম্পু পৌঁছাবে। দ্বিতীয় চালানটি আগামী রবিবার আগামী রবিবার বুড়িমারী সীমান্তে পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগেও বাংলাদেশ ভুটানে হ্যান্ড সেনিটাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর একটি চালান পাঠিয়েছে। গতকাল বুধবার জরুরি সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।