মোঃ মনির হোসেন বাহরাইন প্রতিনিধি
বিভিন্ন অপরাধে জেলে আটককৃত সহ মোট ৩৪৭ বাংলাদেশী অভিবাসী শ্রমিককে ২৬শে এপ্রিল বাহরাইন থেকে ফেরত পাঠানোর কথা রয়েছে।
আজ থেকেই স্থানীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে,
কর্মকর্তারা জানিয়েছেন, চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে, যা বাহরাইন সরকার ব্যবস্থা করবে।
মানামায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মার্চ মাসে বাহরাইন সরকার কর্তৃক ৩০০ বাংলাদেশি আটক অভিবাসীকে মুক্তি দেওয়া হয়েছিল। আরও ৪৭জন বাংলাদেশিকে স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হয়েছিল।
বিভিন্ন অপরাধে বাংলাদেশীদের বাহরাইনে কারাগারে বন্দি করা হয়েছিল এবং তাদের মধ্যে বিভিন্ন দেশের অধিবাসী সহ ৯০১ জন ছিল যাদের বাহরাইনের রাজা ক্ষমা করেছিলেন।











