২৪ ঘণ্টায় ৫৬৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু আরও ৫ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। মোট মারা গেছেন ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৬ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৯৬৫ টি।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দেশে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৮ জনের মৃত্যু হয়।