মাথাব্যথা খালেদার , টিপে দেয়া হচ্ছে পা: ডা. জাফরুল্লাহ

যদি মাথাব্যথার জন্য পা টিপে দেয়া হয়, তাহলে কি মাথাব্যথা কমবে? কমবে না। খালেদা জিয়ার ক্ষেত্রে সেই কাজই করছে সরকার। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।জাতীয় প্রেসক্লাবে সোমবার ‘আদর্শ নাগরিক আন্দোলন’আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।