মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এক সামরিক কর্মকর্তার শরীরে পাওয়া গেছে মারণ ভাইরাস করোনার উপস্থিতি। বৃহস্পতিবার সিএনএন’র এক প্রতিবেদনের পরে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা মার্কিন নৌবাহিনীর সদস্য।
নৌবাহিনীর সদস্য ওই কর্মকর্তা হোয়াইট হাউসে কাজ করতেন। প্রায়শই তিনি প্রেসিডেন্ট ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। বুধবার থেকে তার শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। এরপর পরীক্ষা করা হলে বৃহস্পতিরার তার শরীরে করোনা ধরা পরে।
ট্রাম্পের কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়লেও ট্রাম্পের শরীরে এখন পর্যন্ত করোনার উপস্থিতি পাওয়া যায়নি। ওই কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা টেস্ট করা হয়। তাদের পরীক্ষার রেজাল্টে করোনা ধরা পরেনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব হোগান গিডলি এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরে শুরু থেকেই করোনা ধরা পড়েনি। তাদের শরীর ভালো রয়েছে। তাদের স্বাস্থ্য এখনো ভালো।