ভারতের বর্তমান দলটি এখন অনেকটাই অপ্রতিরোধ্য। বিশেষ করে দেশের মাটিতে। এছাড়া বিদেশের মাটিতেও নিয়মিত ভালো করছে। তবে এই দলের কোনো ফিল্ডারকে পছন্দ নয় দেশটির সাবেক অল-রাউন্ডার মোহাম্মদ কাইফ। তার মতে, কোনো ফিল্ডারের মধ্যেই ‘কমপ্লিট প্যাকেজ’ নেই। 

ভারতের হয়ে একশোরও বেশি ওয়ানডে খেলা কাইফ বিখ্যাত ছিলেন ফিল্ডিংয়ের জন্য। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের মতো ম্যাচ-জেতানো ইনিংসের নায়ক একসময় ফিল্ডিংয়ের জোরেই দলে টিকে ছিলেন। পয়েন্টে যুবরাজ সিং আর এক্সট্রা কভারে তার উপস্থিতি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চিন্তায় ফেলে দিত। এক ইউটিউব চ্যানেলে কাইফ বলেছেন, ‘কমপ্লিট প্যাকেজ হতে গেলে ক্যাচ ধরায় দক্ষতা থাকতে হবে। নিয়মিত স্টাম্পে বল লাগাতে হবে, দ্রুত দৌড়াতে হবে। ছুটন্ত বলকে ধরার জন্য সঠিক টেকনিক জানতে হবে।’

নিজের উদাহরণ টেনে এনে কাইফ বলেছেন, ‘আমরা যখন খেলতাম, আমি আর যুবরাজ ভালো ফিল্ডার হিসেবে নিজেদের চিহ্নিত করেছিলাম। এখন ভারতীয় দলে অনেক ভাল ফিল্ডার রয়েছে। কিন্তু ফিল্ডার হিসেবে কমপ্লিট প্যাকেজ কারও আছে বলে মনে হয় না। স্লিপে ক্যাচ নেওয়া, শর্ট-লেগে ক্যাচ নেওয়া, দ্রুত দৌড়ে লং বাউন্ডারি থেকে ফিল্ডিং করতে পারবে। সেই প্যাকেজটা আমার মনে হচ্ছে নেই। এই দলে জাদেজার মতো ভালো ফিল্ডার আছে, তবে স্লিপে আরও উন্নতি করতে হবে।’